ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিলো ডি-৮সিসিআই

ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮সিসিআই) এর চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) একটি ফ্লাইট ক্ষতিগ্রস্তদের জন্য সোয়েটার ও কম্বল নিয়ে যাত্রা করে।

৬ ফেব্রুয়ারি সিরিয়ার পাশাপাশি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পটি রিখটার স্কেলে বিপর্যয়কর ৭.৮ হিসাবে নিবন্ধিতহয় এবং কমপক্ষে ২৪ মিলিয়ন মানুষ প্রভাবিত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭,৩৫৭। ভূমিকম্পের পর থেকে তুরস্ক ও সিরিয়ার জনগণকে সাহায্য করতে এগিয়ে এসেছে অনেক দেশ।

এ বিষয়ে বলতে গিয়ে শেখ ফজলে ফাহিম বলেন, “এই হৃদয়বিদারক ঘটনা তুরস্কের জনগণের অবর্ণনীয় ক্ষতি করেছে, চিরতরে হারিয়ে গেছে হাজারো প্রাণ। ডি-৮সিসিআই-এর অন্যতম মূল্যবান সদস্য হিসেবে তুরস্ক বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। এই বন্ধুত্ব ও মানবতা আমাকে তুরস্কের কঠিন সময়ে পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। ক্ষতিগ্রস্ত দেশ ও এর জনগণের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। এই বিপর্যস্ত সময়ে সাহায্য ও সমর্থন প্রদানে সক্ষম প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত।”

অর্থসূচক/এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.