ভ্যালেন্টাইন ডে তে সোনালীকা ট্রাক্টর’র গ্রাহকদের সঙ্গে উৎসব মুখর ভালোবাসা দিবস পালন করেছে এসিআই মটরস।
গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ১৩টি স্থানে অনুষ্ঠিত হয় সোনালীকার ভালোবাসার ক্যাম্পেইন “ভালোবাসায় সোনালীকা”।
এই প্রোগ্রামে সোনালীকার গ্রাহক ও অন্যান্য শুভানুধ্যায়ীগণ স্বপরিবারে অত্যান্ত আনন্দমুখর পরিসরে ভালোবাসা দিবস পালন করেছেন। এই প্রোগ্রামে বিভিন্ন গেম শো, সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি ছিল ফটো কন্টেস্ট। তাছাড়াও ছিল আপ্যায়নের সুব্যবস্থা।
সোনালীকা ট্রাক্টর বাংলাদেশের শীর্ষস্থানীয় ট্রাক্টর ব্র্যান্ড। দেশ সেরা বিক্রয়োত্তর সেবা ও গুণগত মান দিয়ে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করেছে সোনালীকা ট্রাক্টর। তাই গ্রাহকদের সাথে সম্পর্ক আরও গভীর করতে এই আয়োজন করেছে তারা।
অর্থসূচক / এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.