প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টো চল্লিশা এলাকার আলমগীর হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই তিনজন মোটরসাইকেলে করে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার এসআই বাবুল হোসেন বলেন, ‘নিহত ব্যক্তিদের মরদেহ ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.