ডিসেম্বরে কার্ডে ৬৩৯ কোটি টাকার বৈদেশিক মুদ্রার লেনদেন

কার্ডে ব্যাপকহারে বিদেশি মুদ্রার লেনদেন বাড়ছে। ডলারের সংকটের মধ্যেও ডিসেম্বর মাসে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। সদ্য বিদায়ী ২০২২ সালের ডিসেম্বরে কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন হয় ৬৩৯ কোটি টাকা। এর আগের বছর ২০২১ সালের একই মাসে এর পরিমাণ ছিলো ২৫০ কোটি টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় কার্ডে বিদেশি মুদ্রার লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২২ সালে কার্ডে ৫ হাজার ১১৯ কোটি টাকার বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছিলো। গত বছরের জানুয়ারি মাসে কার্ডে লেনদেন হয়েছিলো ২১৯ কোটি টাকার বিদেশি মুদ্রা। এরপরের দশ মাসে (ফেব্রুয়ারি-নভেম্বর) লেনদেন হয়েছিলো ৪ হাজার ২৬০ কোটি টাকা। এরপরে বছরের সর্বশেষ মাস ডিসেম্বরে লেনদেন হয় ৬৩৯ কোটি টাকা।

এদিকে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক তার কার্ডে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারবেন। এছাড়া নগদ ও কার্ডে দুই ভাবেই গ্রাহকদের কাছে ডলার বিক্রি করে ব্যাংক।

দেশে অনেক আগেই ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা লেনদেনের অনুমোদন দেওয়া হয়। এরপর ২০২০ সালের জুনে ব্যাংকগুলোকে গ্রাহকদের হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যুর অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.