সিএমসিসিআইয়ের নতুন কার্যালয় উদ্বোধন

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (সিএমসিসিআই) নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার কাদেরি চেম্বারের ৭ম তলায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন সিএমসিসিআই সহ সভাপতি এ.এম মাহবুব চৌধুরী, সহ-সভাপতি এম.এ.মালেক, সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ছাড়াও পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ এবং প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, বিএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তপন সেনগুপ্ত উপস্থিত ছিলেন।

এসময় খলিলুর রহমান তার বক্তৃতায় সিএসিসিআই’র ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরিশেষে সাংবাদিক সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সিএমসিসিআই’র প্রচার ও প্রসারের লক্ষ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.