ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মালোপাড়ায় ট্রাক চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। তাৎক্ষণিক আহত ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে ক্ষেতলাল শহরে যাওয়ার পথে অটোরিকশাটি এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। আরও একজন আহত হয়ে হাসপাতালে আছেন।  পাঁচজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.