দরপতনের শীর্ষে ইস্টার্ণ হাউজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। আজ শেয়ারটির দর ৭ টাকা ৪০ পয়সা বা ৭.১৬ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটি সর্বশেষ ৯৬ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি  ৩ হাজার ৪০১ বারে ১৫ লাখ ৫২ হাজার ১৩৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪৩ লাখ টাকা।
শাইনপুকুর সিরামিকস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ১৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল, জেনেক্স ইনফোসিস, সামিট অ্যালায়েন্স পোর্ট, জেএমআই হসপিটাল, বসুন্ধরা পেপার মিল, বিডি মনোস্পুল পেপার ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.