এবি ব্যাংক ৩১তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট

বিপুল উৎসাহ আর উৎসবমুখর পরিবেশে হয়ে গেল এবি ব্যাংক ৩১তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। এবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টে ২০০ এর অধিক গলফার অংশ নেন।

গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এবং প্রেসিডেন্ট, ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ফিরোজ আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও কে.এম. মহিউদ্দিন আহমেদ এবং হেড অফ এডমিনিস্ট্রেশন মেজর (অবঃ) এসকে মুহাম্মদ ইউসুফ রেজা। এসময় এবি ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.