‘তোমাদের মতো শয়তানি শক্তি পৃথিবীতে দ্বিতীয়টি নেই’
মার্কিন সরকারকে ইরানের প্রেসিডেন্ট
মার্কিন সরকারকে উদ্দেশ করে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, তোমরা পৃথিবীর যেখানে হাত দিয়েছো সেখানেই প্রচণ্ড ধ্বংসলীলা চালিয়েছো। তোমরা ইরাক ও আফগানিস্তানসহ বিশ্বের বহু দেশ ধ্বংস করেছো। এখন তোমরা ইরানের জনগণের বন্ধু সাজতে এসেছো। তোমাদের মতো শয়তানি শক্তি পৃথিবীতে দ্বিতীয়টি নেই। কিছুদিন আগে তোমরা যাদেরকে সহিংসতায় লেলিয়ে দিয়েছিলে তারা ইরানের প্রতিনিধিত্ব করত না। আজ বিপ্লবের প্রতি সংহতি জানিয়ে যে জনতার ঢল নেমেছে তারাই হচ্ছে এ দেশের প্রকৃত প্রতিনিধি।
শনিবার ইরান বিপ্লবের বিজয় বার্ষিকীতে অংশগ্রহণকারী মানুষের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তেহরানের আজাদি স্কয়ারে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট রায়িসি। খবর- পার্সটুডে
ইরানের প্রেসিডেন্ট বলেন, তারা নিজেরা ঘোষণা করেছে, ইরানের ওপর তারা ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করেছে। আবার যখন তারা উপলব্ধি করেছে যে, ইরানিরা এসব নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠে নিজেদের উন্নতি ও অগ্রগতি অব্যাহত রেখেছে তখন তারা নিজেরাই স্বীকার করেছে যে, তাদের ইরানবিরোধী সর্বোচ্চ চাপ ব্যর্থ হয়েছে।
রায়িসি বলেন, ইসলামি বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামি শাসনব্যবস্থার দৌলতে ইরান আজ নানা অঙ্গনে এতটা অগ্রগতি অর্জন করেছে যে, শত্রুরা তা সহ্য করতে পারছে না। এ কারণে তারা ইরানের বিরুদ্ধে তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। ইরানের জনগণকে দিয়েই এদেশের শাসনব্যবস্থার পতন ঘটানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তারা ইরানের জনগণের গতিপ্রকৃতি উপলব্ধি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, তৎকালীন স্বৈরাচারী শাহ সরকার এদেশের জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালিয়েছে এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শাহ সরকারের একমাত্র লক্ষ্য ছিল আমেরিকাকে সন্তুষ্ট রাখা। ওই স্বৈরশাসকের শাসনামলে ইরানের কোনো অগ্রগতি হয়নি বরং শাহ সরকার দেশকে বহুগুণে পিছিয়ে দিয়েছিল। বর্তমানে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও অর্থনীতির সবগুলো সূচকে ইরানের প্রবৃদ্ধি ইতিবাচক। তেল ও তেলজাত পণ্যের পাশাপাশি ইরানের কোনো রপ্তানি খাতই আজ থেমে নেই। ইরানের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে বলে তিনি উল্লেখ করেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.