ইতিহাস গড়া টেস্ট ড্র

ইতিহাস গড়া টেস্টে জয়ের দেখা পায়নি জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ। শেষদিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৫ উইকেটে ২০৩ রান। সফরকারীরা ইনিংস ঘোষণা করলে জিম্বাবুয়ের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭২ রানের। ছয় উইকেটে ১৩৪ রান করে থেমে যায় জিম্বাবুয়ে। ততক্ষণে টেস্ট ম্যাচটি ড্র। দুই ম্যাচের সিরিজে এগিয়ে থাকা হলো না কারোরই।

বিনা উইকেটে ২১ রান নিয়ে ম্যাচের শেষ দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এ দিনের শুরুতে মাঠে নেমেই দুর্লভ এক রেকর্ড গড়েন ক্রেইগ ব্র্যাথওয়েট এবং ত্যাগনারায়ণ চন্দরপল। এই ম্যাচটিতে এই জুটি ব্যাটিং করেছে পাঁচ দিনেই! আর তাতে টেস্ট ক্রিকেটে একই জুটি বা উদ্বোধনী জুটি পাঁচ দিনই ব্যাটিংয়ে নামার বিরল একটি রেকর্ড গড়েছেন এই দুজন। বেশীক্ষণ অবশ্য ব্যাটিং করা হয়নি কারোরই। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান চন্দরপল এই ইনিংসে ৬৬ বলে ১৫ রান করে ব্র্যাড ইভান্সের বলে ফিরে গেছেন।

অধিনায়ক ব্র্যাথওয়েট ৭৭ বলে ২৫ রান করে ওয়েলিংটন মাসাকাদজার শিকার হন। ৫০ রানের মধ্যেই এই দুই ওপেনার ফিরে যান। তারপর ১০৭ রানের জুটি গড়েন রেইমন রেইফার ও জার্মেইন ব্ল্যাকউড। ১০৬ বলে ৫৮ রান আসে রেইফারের ব্যাটে। ব্ল্যাকউড করেন ৮৪ বলে ৫৭ রান। শেষদিকে রস্টন চেজ ১৪ বলে ১৪ এবং কাইল মায়ার্স ১৩ বলে অপরাজিত ১৭ রান করেন। জিম্বাবুয়ের হুয়ে ৭১ রান খরচায় তিন উইকেট নেন মাসাকাদজা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১২০ রানের মধ্যে ছয়টি উইকেট হারায় তারা। দলটির হয়ে ৬০ বলে সর্বোচ্চ ৩১ রান করেন চামু চিবাবা। ইনোসেন্ট কাইয়া ও তাফাদজা সিগা করেন ২৪ রান করে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়া ‘সাবেক ইংলিশ ব্যাটার’ ব্যালেন্স এই ইনিংসে করেন ৬৩ বলে ১৮ রান। মূলত গুড়াকেশ মোতির অসাধারণ বোলিংয়ে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে, যদিও ম্যাচটি ড্র করে তারা। ৫০ রান খরচায় ৪ উইকেট নেন মোতি। ৯ রান খরচায় দুই উইকেট নেন চেজ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.