পদযাত্রা কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা চাইলো বিএনপি

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলন কর্মসূচিতে পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি।

আগামী ৯ ও ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা চেয়ে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আজ ডিএমপি কমিশনার কার্যালয়ে চিঠি দিয়ে আসা হয়েছে।

ডিএমপি কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়- ১০ দফা দাবি আদায়ে লক্ষ্যে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি আগামী ৯ ফেব্রুয়ারি গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে পদযাত্রা শেষ হবে। এ কর্মসূচির বিষয়ে আপনাকে অবহিত ও সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করছি। একইভাবে আগামী ১২ ফেব্রুয়ারি শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পদযাত্রায় সহযোগিতা চাওয়া হয় বিএনপির পক্ষ থেকে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.