মুনাফায় আইটি খাতের ৯০% কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দ্বিতীয় প্রান্তিকে মুনাফা করেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৯টি বা ৯০ শতাংশ কোম্পানির আয় বেড়েছে।

কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর,২২) বা ৬ মাসের আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

ডিএসই সূত্র জানায়, পুঁজিবাজারে আইটি খাতের মোট ১১টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ১০টি  কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে ৯টি বা ৯০ শতাংশ কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। অন্যদিকে আয় কমেছে মাত্র ১টি কোম্পানির।

কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের চিত্র নিচে দেওয়া হল:

কোম্পানিরর নাম জুলাই,২২-ডিসেম্বর,২২ জুলাই,২১-ডিসেম্বর,২১
আমরা নেটওয়ার্কস ২. ৩৫ ইপিএস (টাকায়) ০.৯০ ইপিএস (টাকায়)
আমরা টেকনোলজি ০.৫৪ ১.১০
এডিএন টেলিকম ২.০১ কনসুলেটেড ১.২৩ সলো
অগ্নি সিস্টেমস ০.৬৯ ৫৭
বিডিকম অনলাইন ০.৭৭ ০.৭৫
ড্যাফোডিল কম্পিউটার্স ০.৪১ ০.৩৬
ই-জেনেরেশন ০.৮০ ০.৭৭
জেনেক্স ইনফোসিস ২.৬১ ২.৪৯
ইনফর্মেশন টেকনোলজি ০.২৭ ০.২৬
আইটিসি ১.০৯ ০.৮৪

অন্যদিকে আয় কমেছে শুধুমাত্র আমরা টেকনোলজির। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় ৫৬ পয়সা ৫০ শতাংশ কমে ৫৪ পয়সায় দাঁড়িয়ছে। আগের বছর কোম্পানিটি ১ টাকা ১০ পয়সা আয় করেছিল।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.