দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টায় চট্টগ্রামের জামালখানের এস এস খালেদ রোডের সিপিডিএল চৌধুরী হাইটসে এই নতুন আউটলেটের উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন সিপিডিএল’র চেয়ারম্যান আবুল হোসেন চৌধুরী, সিপিডিএল’র চিফ অপারেটিং অফিসার খাইরুজ্জামান জোয়ার্দার, সিপিডিএল’র ম্যানেজার শাহ নেয়ামত উল্লাহ সাকিব, স্বপ্নের রিজিওনাল হেড অফ অপারেশন মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, জোনাল ম্যানেজার হাবিবুর রহমান ও মি. এনামুল হক সহ আরো অনেকে।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “স্বপ্ন এখন দেশের ৪৬ টি জেলায়। চট্রগ্রামের জামালখানে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন”।
স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।
অর্থসূচক / এইচএআই