প্রাইম ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ‘বার্ষিক সম্মেলন-২০২২’ অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি ) কক্সবাজারের জারা কনভেনশন সেন্টারে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম । প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ আখতার। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর এডভাইজার এটিএম হামিদুল হক চৌধুরী ও চিফ কনসালটেন্ট রহিম উদ্-দৌল্লা চৌধুরী ।

উর্ধ্বতন নির্বাহীগণের মধ্যে বক্তব্য রাখেন আনিছুর রহমান মিয়া, এম এ মতিন, মুহাম্মদ সলিম উল্লাহ্, কাজী আবুল মনজুর, মোহাম্মদ নূর-ই-আলম, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ মোস্তফা জামাল, আঃ আহাদ, মোহাম্মদ শাহ আলম, নাঈমুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, শাহাদত হোছাইন ছিদ্দিকী। সম্মেলনে প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ সারাদেশ হতে আগত ৭০০ অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রানবন্ত পরিবেশে সফল কর্মীদেরকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড ক্রেস্ট, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। র‌্যাফেল-ড্রয়ের মাধ্যমে সম্মেলন সফলভাবে শেষ হওয়ায় অংশগ্রহণকারী সবাই সন্তোষ প্রকাশ করে।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.