চিড়িয়াখানার সাবেক পরিচালকের বিরুদ্ধে ছাগল খেয়ে ফেলার অভিযোগ

মেক্সিকোর গুয়েরো রাজ্যের চিড়িয়াখানার সাবেক প্রধানের বিরুদ্ধে কিছু পিগমি ছাগলের মাংস রান্না করে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে।

সম্প্রতি গুয়েরোর পরিবেশ বিভাগের বন্য প্রাণী-বিষয়ক পরিচালক ফার্নান্দো রুইজ এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেছেন। তবে অভিযুক্ত সে চিড়িয়াখানার সাবেক প্রধান এ অভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) ফার্নান্দো রুইজ সংবাদ সম্মেলনে বলেন, চিলাপানচিনগো এলাকায় জুচিলপান চিড়িয়াখানার কর্তৃপক্ষ, গত গ্রীষ্মে পিগমি ছাগলের সংখ্যা ভুলভাবে উপস্থাপন করেছিল। চিড়িয়াখানার সাবেক পরিচালক জোসে রুবেন নাভা কিছু ছাগল জবাই করার পর রান্না করে খেয়েছেন। তিনি আরও বলেন, ১০টি পিগমি প্রজাতির ছাগল আনা হয়। নতুন বছর শুরুর আগে জবাই করে খাওয়া হয় চারটি ছাগল।

রুইজ অভিযোগ করেন, চিড়িয়াখানায় পাঁচটি নারী ও পাঁচটি পুরুষ ছাগল ছিল। এর মধ্য থেকে চিড়িয়াখানার সাবেক পরিচালক জস রাব এন নাভা নোরিয়েগার উদ্যোগে নববর্ষের আগের দিন নৈশভোজে চারটি পুরুষ ছাগল রান্না করে খাওয়ানো হয়।

রুইজ আরও বলেন, ‘যাঁরা ওই মাংস খেয়েছেন, তাঁরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। কারণ, এসব প্রাণী মানুষের খাওয়ার উপযোগী নয়।’

পরিবেশ বিভাগের এক বিবৃতিতে ওই চিড়িয়াখানার অন্যান্য প্রশাসনিক অসামঞ্জস্য নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, নাভা আলাদা আরেকটি ঘটনায় বিভিন্ন উপকরণ, যন্ত্রপাতি ও পার্কের জন্য সরবরাহ পেতে চারটি ছাগল লেনদেন করেছেন। কিন্তু বিধি মেনে বিষয়টি তিনি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেননি। এ ছাড়া ছাগলের বিনিময়ে যেসব উপকরণ ও যন্ত্রপাতি নেওয়া হয়েছে, সেগুলো চিড়িয়াখানা প্রাঙ্গণে খুঁজে পাওয়া যায়নি।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সে চিড়িয়াখানার সাবেক প্রধান নাভা। বুধবার সংবাদ সম্মেলন করে তিনি বলেন, চিড়িয়াখানার বাজেট নিয়ন্ত্রণের জন্য এ ‘নোংরা লড়াই’ শুরু করেছে। তিনি আরও বলেন, চিড়িয়াখানার দায়িত্বে থাকাকালীন সমস্ত কাজ আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে।

সূত্র: সিএনএন

অর্থসূচক/এমআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.