ফের মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা

মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া৷ সামরিক জান্তা ক্ষমতা দখলের দুই বছর পূর্তিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা এসেছে৷

মার্কিন রাজস্ব বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে৷ গতকাল গণতান্ত্রিক সরকারের কাছ থেকে সামরিক বাহিনীর ফের ক্ষমতা দখলের দুই বছর পূর্তি হয়৷ এ অবস্থায় তাদের নির্বাচন কমিশন, খনি কোম্পানি, জ্বালানি কর্মকর্তা ও আরো প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চার পশ্চিমা দেশ৷

বিবৃতিতে বলা হয়, এই প্রথম মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ (এমওজিই)-এর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র৷ এমওজিই মিয়ানমারের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি৷ এই প্রতিষ্ঠান মিয়ানমারের সবচেয়ে বড় রাজস্ব আয়ের উৎস৷ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সহ-ব্যবস্থাপনা পরিচালকের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷

কানাডা ছয়জন কর্মকর্তা ও বিমানে ব্যবহৃত জ্বালানি রপ্তানি, বিক্রি ও সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে৷ অস্ট্রেলিয়া সামরিক সদস্য ও সেনাবাহিনী পরিচালিত কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ যুক্তরাজ্য দুটি কোম্পানি ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, যারা মিয়ানমারের বিমানবাহিনীকে জ্বালানি সরবরাহের সঙ্গে জড়িত। সূত্র: ডিডাব্লিউ, এএফপি, এপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.