ক্রিকেট থেকে বিরতি নিলেন টম কারান

লাল বলের ক্রিকেট থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টম কারান। অনির্দিষ্ট কালের জন্য এ বিরতি নিয়েছেন তিনি। মূলত শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সাদা বলের ক্রিকেটে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার।

২৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘গত কয়েক বছর আমার জন্য সহজ ছিল না। আমি অনেক সময় পেয়েছি এবং এটি এমন কোনো সিদ্ধান্ত নয় যা আমি হালকাভাবে নিয়েছি। জীবনের কিছু সিদ্ধান্তে আমার মনে হয় না শতভাগ নিশ্চিত হওয়া যায়, সেগুলোরই একটি এটি। তবে এই মুহূর্তে আমি যে অবস্থায় আছি, আমার মনে হয় শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য এটা সঠিক সিদ্ধান্ত। আমি অবশ্যই ভবিষ্যতে আবার লাল বলের ক্রিকেট খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমার মনে হয়, এই সংস্করণে সারে ও ইংল্যান্ডের হয়ে আমার কাজ বাকি আছে।’

২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন কারান। লাল বলের ক্রিকেটে দারুণ পারফরম্যান্সে তিন বছর পর টেস্ট অভিষেকও হয়ে যায় তার। ২০১৭-১৮ অ্যাশেজে ক্যারিয়ারের দুটি টেস্ট খেলেন তিনি। তিন ইনিংসে বল করে নেন দুই উইকেট। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কারান। ২৯.২৭ গড়ে নিয়েছেন ১৯৫ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ৭বার, চার উইকেট ১৩বার। এই সংস্করণে ব্যাট হাতে ১ হাজার ৩৬৭ রান করেছেন কারান ১৮.৭২ গড়ে। তার নামের পাশে ১ সেঞ্চুরির সঙ্গে ফিফটি পাঁচটি।

দীর্ঘ পরিসরের ক্রিকেটে সময়ের সঙ্গে অনিয়মিত হয়ে পড়েন কারান। মূলত তার চোট প্রবণতার কারণে। ২০২২ সালের প্রথম চার মাস মাঠের বাইরে ছিটকে যান তিনি পিঠের নিচের অংশের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে। ২০১৯ মৌসুমের পর স্রেফ দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কারান, ২০২২ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে। যেখানে নটিংহ্যাম্পটনশায়ারের বিপক্ষে প্রথম শ্রেণির ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি করেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটেও জাতীয় দলে পায়ের নিচে মাটি শক্ত করতে পারেননি কারান। সাদা বলে ৫৮টি আন্তর্জাতিক ম্যাচের সবশেষটি খেলেছেন তিনি ২০২১ সালের জুলাইয়ে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.