বিপিএল মাতাতে ঢাকায় আরও ২ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যোগ দিতে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন গুলবাদিন নাইব ও মোহাম্মদ ইরফান। চলমান এই আসরে দুজনই খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।

এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট থেকে আফগান অলরাউন্ডার নাইবকে আগেই দলে ভেড়ায় সিলেট। বর্তমানে কোনও ব্যস্ত সূচি না থাকায় পূর্বনিধারিত সময়ের মধ্যেই বিপিএল খেলতে চলে এসেছেন আফগানদের সাবেক এই অধিনায়ক।

পাকিস্তানি পেসার ইরফানকে অবশ্য আসরের মাঝপথে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়ায় সিলেট। মাশরাফি বিন মুর্তজার দলের পেসারদের তালিকায় যোগ হয়েছেন আরও এক নামি পেসার।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.