ভারতের বহুতলে আগুনে নিহত ১৪

ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে বহুতলে ভয়াবহ আগ্নিকাণ্ডের ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।

মঙ্গলবার গভীর রাতে জোড়াফাটকের ১৩ তলা বাড়ি আশীর্বাদ টাওয়ারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪০টি ঘটনাস্থলে যায়।

ধানবাদের ডেপুটি কমিশনার সন্দীপ কুমার জানিয়েছেন, আহতদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছো। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আছেন। তারাই কাজ করছেন।

ঝাড়খণ্ডের মুখ্যসচিব সুখদেব সিং জানিয়েছেন, আমাদের প্রথম কাজ হলো, আগুন মোকাবিলা করে মানুষকে উদ্ধার করা। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, মৃতদের মধ্যে দশজন নারী ও তিনজন শিশু।

কর্মকর্তাদের মতে, কীভাবে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। স্থানীয় মানুষরা বলেছেন, পুজো চলছিল। তখন আগুন লাগে। তবে আগে এই তথ্য যাচাই করা দরকার।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, ধানবাদের ঘটনায় তিনি শোকস্তব্ধ। মৃতের আত্মীয়দের তিনি সমবেদনা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। জেলা প্রশাসন যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.