হাতুরুর সহকারী খুঁজছে বিসিবি

সর্বশেষ সাদা এবং লাল বলে ভিন্ন ভিন্ন প্রধান কোচের তত্ত্বে ছিল (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বিসিবি। তবে এবার সেই জায়গা থেকে সরে এসেছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। মূলত হাতুরুর চাওয়াতেই আবারও তিন ফরম্যাটের ক্রিকেটেই এক কোচের তত্ত্বে ফিরে যাচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে অবশ্য একজন সহকারী কোচ নিয়োগ দেবে বিসিবি।

হাতুরুর সহকারী হিসেবে কাজ করতে আগ্রহী বেশ কয়েকজনের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা করেছে বিসিবি। এরই মধ্যে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরীর কাজও শেষ। আগামী মাসের শেষের দিকে সেই প্রার্থীরা সাক্ষাৎকার দিতে বাংলাদেশে আসবে।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব, এই তালিকায় ৫জন আছে। এর মাঝে উপমহাদেশের ৩জন। তারা ২৫ তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।’

এদিকে হাতুরুকে তিন ফরম্যাটের জন্য বাংলাদেশের প্রধান কোচ করা হয়েছে। তাই নিশ্চিতভাবেই বলা যায়, শ্রীধরন শ্রীরামের সঙ্গে চুক্তি বাড়াবে না বিসিবি। তবে গুঞ্জন আছে, শ্রীরামকে সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে রাখতে চায় বিসিবি। কিন্তু এই ভারতীয় কোচ তাতে রাজি না।

এদিকে আজই বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হাতুরুসিংহে। এর আগেও বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন হাতুরু। তাই এই পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

গত ২০১৪ সালের মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। প্রথম মেয়াদে তিনি স্থায়ী হয়েছিলেন প্রায় ৩ বছর।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.