বিএনপির সাথে খেলেই আমরা জিততে চাই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা খেলেই জয়ী হতে চাই। বিএনপির সাথে খেলেই আমরা জিততে চাই। তবে বিএনপি আসন্ন নির্বাচনকে কোনোভাবে প্রতিহতের অপচেষ্টা করলে জনগণই তাদের সমুদ্রে নিক্ষেপ করবে।’

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কোনো সরকার আয়োজন করে না। নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সরকারের হাতে একটি পুলিশ কনস্টেবলও বদলি করার ক্ষমতা থাকে না। সবকিছুই ন্যস্ত থাকে নির্বাচন কমিশনের ওপর। পাকিস্তান ছাড়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এখন আর কোথাও নেই। এখন বিএনপি পাকিস্তানকে ফলো করছে।’

বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোনো আশা নেই দেখে তারা বাহানা খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএমে ভোট হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা সবকটি আসনে ইভিএমে ভোট চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন থেকে ইভিএম কেনার জন্য প্রায় এক মিলিয়ন ডলার খরচের চাহিদা দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এত অর্থ খরচ করা ঠিক হবে না। তাই যে কয়টি আসনে ইভিএমে ভোট করা যায়, আমরা সে কয়টি আসনেই ইভিএমে ভোট করতে চাই।’

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি যে বাহানা করছে, সেগুলো তাদের বৈপ্লবিক স্বপ্ন। তারা বুঝতে পেরেছে, নির্বাচনে জয়লাভ করতে পারবে না। ২০০৮ সালের নির্বাচন বিশ্বব্যাপী স্বীকৃত একটি নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি পূর্ণশক্তি নিয়ে অংশগ্রহণ করেছিল। ২০১৪ সালে তারা নির্বাচন বর্জন করে প্রতিহতের চেষ্টা করেছিল, গণতন্ত্রকে প্রতিহত করার লক্ষ্যে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল, ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, ভোটকেন্দ্রের সঙ্গে সেখানে রক্ষিত শিশু-কিশোরদের বইপত্রও পুড়িয়ে দিয়েছিল, কয়েকজন নির্বাচন কর্মকর্তাকে পুড়িয়ে হত্যা করেছিল। ২০১৮ সালে তারা (বিএনপি) ডান, বাম, অতি বাম, অতি ডান সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারা মাত্র পেয়েছিল ছয়টি আসন। তাদের কোনো আশা নেই। দেশের সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।’

তিনি বলেন, আমরা চাই, সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে আসুক। বিএনপি পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক, সেটাই চাই। তারা গতবার সব দল নিয়ে জোট করেছিলো, এবারও জোট করে অংশগ্রহণ করুক। আমরা খেলে জিততে চাই। বিএনপির সাথে খেলেই আমরা জিততে চাই। যেভাবে জিতেছি ২০০৮ ও ২০১৮ সালে। কিন্তু নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া রাজনৈতিক দলের নিজস্ব ব্যাপার।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.