ফিলিপাইন্সের সাবেক প্রেসিডেন্ট রদরিগো দুতার্তের শাসনামলে মাদকবিরোধী অভিযানে অসংখ্য মানুষ নিহত হয়৷ এ নিয়ে ম্যানিলার নিজস্ব তদন্তে সন্তুষ্ট নয় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)৷
দুতার্তের অধীনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরায় তদন্ত শুরুর অনুমোদন দিয়েছে আইসিসি৷ একদিকে দুতার্তের উত্তরসূরি প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইন্সে মাদক যুদ্ধ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন৷ আইসিসির উদ্যোগে যুক্ত না হওয়ার ঘোষণাও দেন তিনি৷
আইসিসির প্রসিকিউটর করিম খান ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের মার্চের মধ্যে মানবতাবিরোধী অপরাধের তদন্ত পুনরায় শুরু করার জন্য গত বছর বিচারকদের কাছে অনুমতি চেয়েছিলেন৷ কিন্তু ২০২১ সালে ম্যানিলা জানায়, আইসিসির এ বিষয়ে তদন্ত করার এখতিয়ার নেই, সুতরাং তারা নিজেরাই তদন্ত করবে৷ ফলে, আইসিসির উদ্যোগ স্থগিত করা হয়৷
আইসিসি প্রাথমিক তদন্ত শুরু পর ২০১৯ সালে হেগভিত্তিক ট্রাইব্যুনাল থেকে ফিলিপাইন্সকে প্রত্যাহার করে নিয়েছিলেন দুতার্তে৷
ফিলিপাইন্স সরকারের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ছয় হাজারেরও বেশি সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়৷ তবে, মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিহতের সংখ্যা অনেক বেশি৷ সূত্র: ডিডাব্লিউ, এএফপ, এপি, রয়টার্স



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.