আইপিডিসি ফাইন্যান্সের সঙ্গে প্রাভা হেলথের চুক্তি

আইপিডিসি ফাইন্যান্সের কনজ্যুমার ফাইন্যান্সিং সেবা আইপিডিসি ইজি’র সাথে চুক্তি স্বাক্ষর করেছে প্রাভা হেলথ।

আইপিডিস’র প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী গ্রাহকরা প্রাভা হেলথের নির্ধারিত হেলথ প্যাকেজের বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য আইপিডিসি ইজি’র মাধ্যমে ঋণসেবা নিতে এবং পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর আয়োজনে প্রাভা হেলথ’র সিনিয়র ম্যানেজার, কর্পোরেট সেলস, মো. রোকনুজ্জামান; আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে হেড অফ আইপিডিসি ইজি ফারজানা শারমীনসহ উভয়পক্ষের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.