শেষ হলো আলী যাকের নতুনের উৎসব

দেশবরণ্যে নাট্যজন আলী যাকেরের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডশনের যৌথ উদ্যোগে শেষ হলো জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত ছয়দিনব্যাপী আলী যাকের নতুনের উৎসব-২০২৩। এই আয়োজনে সহ-পৃষ্ঠপোষক হিসেবে ছিলো আইএফআইসি ব্যাংক।

উৎসবে ধারাবাহকিভাবে মঞ্চস্থ হয়েছে রিমান্ড, রেস্পক্টেবল প্রস্টটিউিট, সখি রঙ্গমালা, আদম সুরত, অচলায়তন।

বাংলাদেশের মঞ্চনাটকের চার গুণীজন সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার, খালেদ খান ও আলী যাকের এই চার নাট্যজনের বিশেষ অবদানের স্মরণে চলতি বছর থেকে তাদের নামাঙ্কিত সম্মাননা পদক প্রদান করা হয়।

অর্থসূচক/এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.