আইসিবির ৮ ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ৮ মিউচ্যুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর,২২) প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে-

আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড দ্বিতীয় প্রান্তিকে ০৪ পয়সা লোকসান করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ৮৪ পয়সা লোকসান করেছিল।

ফান্ডটি বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২২) লোকসান করেছে ১৪ পয়সা। আগের বছর ১ টাকা ৪১ পয়সা আয় করেছিল।

বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ৫৫ পয়সা।

আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২২) ১৫ পয়সা লোকসান করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি  ৮৭ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা।

আইএফআইএল  ইসলামী মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটি দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে ২০ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ২৪ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ৯ টাকা ৩১ পয়সা।

আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটি দ্বিতীয় প্রান্তিকে বা ৬ মাসে ১২ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ৩১ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ৯ টাকা ০২ পয়সা।

পিএফআই ফার্স্ট ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটি  বছরের দ্বিতীয় প্রান্তিকে বা ৬ মাসে ১৪ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ৩৬ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ৯ টাকা ২৮ পয়সা।

প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটি  বছরের ৬ মাসে ১৮ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি  পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ৪৭  পয়সা।

আইসবি ইম্পোলয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটি  বছরের ৬ মাসে ১৩ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ৩৮ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ৯ টাকা ৩২ পয়সা।

আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটি  বছরের ৬ মাসে ২৩ পয়সা লোকসান করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ১ টাকা ৩৬ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ১৩ পয়সা।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.