অস্কার মনোনয়নের শীর্ষে ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’

চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় স্বীকৃতি হিসাবে পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার৷ এবারের অস্কারে ১১টি মনোনয়ন পেয়ে শীর্ষে অবস্থান করছে পরাবাস্তব বিজ্ঞান কল্পকাহিনি ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’৷

জার্মানির যুদ্ধবিরোধী সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এবং ব্ল্যাক কমেডি ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ পেয়েছে নয়টি করে ক্যাটাগরিতে মনোনয়ন৷ ১২ মার্চ প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে৷

করোনা মহামারির পর দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনতে ভূমিকা রাখায় কয়েকটি ব্লকবাস্টার সিনেমাও মনোনয়ন পেয়েছে৷ টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’ এবং ‘অ্যাভাটার: দ্যা ওয়ে অব ওয়াটার’ পেয়েছে সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে৷ তবে আরেক ব্লকবাস্টার ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ মনোনয়ন আদায় করতে ব্যর্থ হয়েছে৷

এই ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া বাকি সিনেমাগুলো হচ্ছে রক-অ্যান্ড-রোল বায়োপিক ‘এলভিস’, স্টিফেন স্পিলবার্গের ‘দ্য ফেবলম্যানস’, কেট ব্লানশেটের ‘টার’, কান চলচ্চিত্র জয়ী সিনেমা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ এবং ‘উইমেন টকিং’৷

‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমাতে এক চাইনিজ-আমেরিকান অভিবাসী পরিবারের গল্প তুলে ধরা হয়েছে৷ কর পর্যালোচনার মধ্য দিয়ে যাওয়া এই পরিবার কিভাবে মাল্টিভার্সকে রক্ষায় ভিলেনের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়, সেটিই সিনেমার মূল উপজীব্য৷

এরই মধ্যে বিশ্বজুড়ে সিনেমাটির ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের টিকিট বিক্রি হয়েছে৷ অভিনয়ের চার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে সিনেমাটি৷ সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে কে হুয়ে কুয়ান, সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে স্টেফানি সু এবং জেমি লি কার্টিস মনোনয়ন পেয়েছেন৷ সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন মিশেল ইয়েও৷

সেরা পরিচালকের মনোনয়নও পেয়েছেন ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার পরিচালকদ্বয় ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শাইনার্ট৷ এছাড়া সেরা কস্টিউম ডিজাইন, সেরা এডিটিং, সেরা অরিজিনাল স্কোর, সেরা অরিজিনাল স্কিনপ্লে এবং সেরা সিনেমার দৌড়েও রয়েছে ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’৷ ডিডাব্লিউ

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.