অস্ট্রেলিয়ায় ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস

যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে এমিরেটস এয়ারলাইন অস্ট্রেলিয়ায় তাদের ফ্লাইট সেবা করোনা পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে। চলতি বছরের ২৬ মার্চ থেকে মেলবোর্ণে ফ্লাইট সংখ্যা দৈনিক দুটি থেকে তিনটিতে উন্নীত করা হবে। সব ফ্লাইটগুলোই ভায়া সিঙ্গাপুর চলাচল করবে।

১ মে থেকে দুবাই এবং সিডনীর মধ্যে বর্তমানে দুটির পরিবর্তে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালিত হবে। ১ জুন থেকে ব্রিজবেনে দৈনিক দুটি ফ্লাইট চলাচলের ঘোষণা প্রদান করা হয়েছে। এর ফলে বছরের মাঝামাঝি নাগাদ অস্ট্রেলিয়ায় পরিচালিত এমিরেটস ফ্লাইট সংখ্যা দাঁড়াবে সপ্তাহে ৬৩ টি। এসকল ফ্লাইটে ৫৫ হাজারের অধিক যাত্রী পরিবহণ করা সম্ভব হবে।

আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলো ২৬ মার্চ থেকে ভায়া সিডনী, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে পুনঃরায় ফ্লাইট চালু শুরু হচ্ছে। সিডনী এবং ক্রাইস্ট চার্চে পরিচালিত হবে এমিরেটসের ফ্ল্যাগশীপ এয়ারবাস এ৩৮০।

১৯৯৬ সালে এয়ারলাইনটি অস্ট্রেলিয়ায় তাদের কার্যক্রম শুরু করে এবং বর্তমানে সিডনী, মেলবোর্ণ, ব্রীজবেন, এবং পার্থসহ অন্যান্য গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। উল্লেখ্য, বর্তমানে ঢাকায় পরিচালিত ফ্লাইট সংখ্যা সপ্তাহে ২১ টি।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.