রাজাদের হারিয়ে সমতায় আয়ারল্যান্ড

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে শেষ বলে জয় তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডেতে ৪৬ রানের জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেন আইরিশরা। জবাবে জিম্বাবুয়ে অল আউট হয় ২৪৮ রানে।

বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায়নি জিম্বাবুয়ে। তারা শুরুতেই হারায় ওপেনার তা‌দিওয়ান‌শে মারুমা‌নিকে (০)। দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে জিম্বাবুয়ের ইনিংসের হাল ধরেন ইনোসেন্ট কায়া ও চামু চিবাবা। এই দুজনে যোগ করেন ৮৯ রান। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে আউট হওয়ার আগে চিবাবা ৫৫ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন। চিবাবা হাফ সেঞ্চুরি না পেলেও ৭০ বলে ৫১ করেন আরেক ব্যাটার কাইয়া। এরপর গ্যারি ব্যালেন্স ও সিকান্দার রাজা মিলে জিম্বাবুয়েকে টেনেছেন।

রাজা ২৫ রানের বেশি করতে পারেননি। এরপর রায়ান বার্লকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন ব্যালেন্স। বার্ল ৪১ রান করে রান আউট হয়ে ফেরেন। ব্যালেন্স হাফ সেঞ্চুরি তুলে ৫২ রান করে আউট হলে বিপদে পড়ে স্বাগতিকরা। এই পর্যন্ত জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। কিন্তু সেট দুই ব্যাটারের বিদায়ের পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আয়ারল্যান্ড। শেষদিকে কেউ দাঁড়াতে না পারলে জিম্বাবুয়ের ইনিংস থামে ২৪৮ রানে। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন জশুয়া লিটল। দুটি করে উইকেট পেয়েছেন মার্ক অ্যাডায়ার গ্রাহাম হুম। একটি উইকেট গেছে অ্যান্ডি ম্যাকব্রেইনের ঝুলিতে।

এর আগে পল স্টার্লিংয়ের ৪৫, স্টিফেন ডোহানির ৮৪ আর হ্যারি টেক্টরের ৭৫ রানের ভর করে ২৯৪ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। এ ছাড়াও ছোটো একটি কার্যকরী ইনিংস খেলেছেন জর্জ ডকরেল (১৯ বলে ৩০)। জিম্বাবুয়ের হয়ে একাই ৩ উইকেট নেন টেন্ডাই চাতারা। দুটি উইকেট পান ব্র্যাড ইভান্স। একটি করে উইকেট পেয়েছেন রিচার্ড এনগারাভা ও বার্ল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.