বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা সম্পর্কে ধারণা দিতে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২৩’ আয়োজন করা হয়েছিলো। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে একটি বিনিয়োগ শিক্ষা মেলা।
শনিবার (২১ জানুয়ারি) সিলেটের এমসি কলেজ রোডের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এই মেলা শুরু হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়। এদিন মেলায় মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো।
মেলা পরিদর্শন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
মেলার বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের সিলেট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, আজকের এই প্রগ্রামটি শিক্ষা বিষয়ে। অনেকে পুঁজিবাজারে বিনিয়োগ করতে আসেন। তবে সঠিক জ্ঞান না থাকার কারণে তারা লোকসানে পড়ে। এরপরে বাজার থেকে তারা বের হয়ে যায়। মানুষ জেনে-বুঝে যেনো বিনিয়োগ করে সেজন্যই সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজকের এই আয়োজন। মেলায় আমরা প্রচুর সাড়া পেয়েছি। বিনিয়োগকারীদের ব্যাপক উপস্থিতি তাদের আগ্রহের জানান দিয়েছে।
তিনি আরও বলেন, মার্কেটে আমরা অনেক সুনামের সঙ্গে কাজ করছি। বর্তমানে ডিজিটাল কিছু পদ্ধতি নিয়ে কাজ করছি। গ্রাহকেরা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই এখন আমাদের সেবা পায়। শেয়ার লেনদেন, টাকা জমা ও উত্তোলন সবকিছু অনলাইন করা যাচ্ছে। সুতরাং ঘরে বসে পুরো প্যাকেজ পাচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজের মাধ্যমে। এছাড়া নতুন ডিজিটাল বুথে মহিলা বিনিয়োগকারীদের জন্য আলাদা বুথ রাখবো আমরা। এর ফলে খুব সহজেই তারা বিনিয়োগ সেবা পাবেন।
অর্থসূচক/মাসুম/সুলাইমান
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.