জাতীয় দলে খেলতে চাই, তবে এটা আমার হাতে নেই: নাসির

নাসির হোসেনকে জাতীয় দলের জার্সিতে দেখতে না পেরে আফসোস করার মানুষের সংখ্যাটা অনেক। তবে ফিনিশার হিসেবে খ্যাতি পাওয়া নাসির বাংলাদেশ দল থেকে বাদ পড়ার পর সেভাবে নজরে আসতে পারেননি। বরং বেশিরভাগ সময় আলোচনায় ছিলেন মাঠের বাইরের বিতর্কিত কাণ্ড নিয়ে।

চোটের কারণে এক মৌসুমে বিরতি দিয়ে বিপিএলে ফিরেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন নাসির। ঢাকা ডমিনেটর্স সাফল্য না পেলেও ব্যাট-বলে দারুণ ছন্দে আছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও বাংলাদেশের জার্সিতে আবারও ফিরতে চান নাসির। তবে সেটা যে তার হাতে নেই তাও মনে করিয়ে দিয়েছেন ঢাকার অধিনায়ক।

বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৭১.৬৬ গড়ে ২১৫ রান করেছেন নাসির। যেখানে ডানহাতি এই ব্যাটারের স্ট্রাইক রেট ১২৭.৭১। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রেখেছেন তিনি। অফ স্পিনে ৫ উইকেট নেয়া নাসির এখন সেই ফর্ম ধরে রাখতে চান।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে নাসির বলেন, ‘জাতীয় দলে অবশ্যই খেলতে চাই। তবে এটা তো আমার হাতে নেই। আমার কাজ মাঠে পারফর্ম করা। সেটাই করতে চাই। হ্যাঁ, ফিটনেস নিয়ে আরেকটু কাজ করতে হবে। আশা করি এক্ষেত্রে বোর্ডের সাপোর্ট পাব। যদি ফিটনেস নিয়ে কাজ করি। আমি আলাদা একজন ট্রেনার রেখে জিম-টিম করেছি। আশা করব পরবর্তীতে বোর্ডের কোনো ট্রেনার থেকে সহায়তা পাব।’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ঢাকা হারলেও ব্যাট হাতে ৪৫ বলে অপরাজিত ৬৬ রান করেছেন নাসির। ইনিংসটি খেলতে দুটি ছক্কা ও সাতটি চার মেরেছেন ডানহাতি এই ব্যাটার। নাসিরের এমন ইনিংসের প্রশংসা করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘নাসিরের ইনিংস খুবই ভালো লেগেছে। সে অনেকদিন পরে হয়তো বিপিএল খেলছে। দিন দিন সে অনেক ফিট হচ্ছে। সে যদি আরেকটু ফিট হয়, তাহলে হয়তো ফেরার অবস্থায় চলে যাবে। নাসিরকে আমি বাংলাদেশের কয়েকটি মেধাবী ছেলের মধ্যে একজন হিসেবে দেখি। ওর মাথা সবসময় কাজ করে। ওর পক্ষে আসলে ফেরা সম্ভব। বাকিটা ওর ওপর। কতটা ফিটনেস নিয়ে আসবে, তার ওপরে নির্ভর করে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.