ফ্রান্স জুড়ে ধর্মঘট

অবসরের বয়স দুই বছর বাড়িয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ পেনশন সংস্কারের যে পরিকল্পনা করেছেন, তার প্রতিবাদে ফ্রান্স জুড়ে ধর্মঘট পালিত হচ্ছে আজ। ৬২ থেকে বাড়িয়ে অবসরের বয়স ৬৪ বছর করার পরিকল্পনা করা হয়েছে।

মাক্রোঁর সংস্কারের পরিকল্পনা ব্যর্থ করতে আজ ফ্রান্সে ট্রেন চলাচল বন্ধ থাকবে, শ্রেণিকক্ষ খুলবে না। অন্যদিকে, শ্রমিকরা কাজে যোগদান করবে না বলে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হবে।

দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভের দিনটি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং দেশটির ইউনিয়নগুলোর জন্য বড় এক পরীক্ষা।

এক জনমত জরিপে দেখা গেছে, পেনশন ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তা নিশ্চিত করার প্রয়াসে সংস্কার অত্যাবশ্যক সরকারের এমন বক্তব্যকে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে ফরাসি ভোটাররা। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.