গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান।
সোমবার সকাল ৯টায় উপজেলার চারমাথা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয় এবং নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং অপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.