নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের একটি বিমান ৭২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। এতে চার ক্রুসহ ৬৮ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে কাস্কি জেলার পোখারায় বিধ্বস্ত হয় বিমানটি। বিমানটি দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে এবং বিমানবন্দর আপাতত বন্ধ রয়েছে।

কাঠমান্ডু পোস্টকে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, পুরানো বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। আমরা এখনও জানি না কেউ বেঁচে আছেন কিনা।

একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে এখনও দাউদাউ করে আগুন জ্বলছে এবং কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উদ্ধার কাজে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.