এমটিবি ও স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের মধ্যে চুক্তি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং স্মার্ট টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়ে ঢাকায় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান এবং স্মার্ট টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ জহিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও এমটিবি’র, মোহাম্মদ মামুন ফারুক, হেড অব হোলসেল ব্যাংকিং-১, কুদরাত-ই-খুদা ঈমন, ইউনিট হেড, হোলসেল ব্যাংকিং-১ এবং আশিক ইকবাল খান, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং এবং স্মার্ট টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ফরহাদ হোসেন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও মোহাম্মদ জাকির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.