২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে, মাঝ নদীতে আটকা আছে রো রো ফেরি খান জাহান আলী ও শাহ মখদুম।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনায় এড়াতে ফেরি চলাচল বন্ধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

পাটুরিয়া ফেরি ঘাটে রো রো ফেরি শাহ জালাল ও ইউটিলিটি ফেরি চন্দ্রমল্লিকা, দৌলতদিয়া ফেরি ঘাটে শাহ পরান, রুহুল আমিন, বরকত, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ইউটিলিটি ফেরি রজনীগন্ধা, হাসনাহেনা ও বনলতা যানবাহন নিয়ে পারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, মাঝ পদ্মায় হঠাৎ কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসা এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.