রংপুরের লড়াকু পুঁজি

টসে জিতে রংপুরকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোন রান যোগ করার আগেই নাইম শেখকে হারিয়ে বসে রংপুর। শুরুর ধাক্কা সামাল দেয়ার আগেই দলীয় ২৩ রানে ফিরে যান শেখ মাহাদিও।

চারে নামা সিকান্দার রাজাকে নিয়ে আরেক ওপেনার রনি তালুকদার রান বাড়াতে থাকলেও পঞ্চম ওভারে বিদায় নেন রাজাও। ৪১ রানে ৩ ব্যাটারকে হারালেও রনি ও মালিকের ব্যাটে এগোতে থাকে রংপুর। কিন্তু নবম ওভারে ২৮ বলে ৪০ রান করে আউট হন রনি।

সঙ্গী হারালেও নুরুল হাসানকে নিয়ে দলকে ১০০’র পথে নিতে থাকেন মালিক। তবে দলীয় ৯৯ রানে নুরুল ও ১১৬ এবং ১১৭ রানে বেনি হাওয়েল ও আজমতউল্লাহকে হারিয়ে বিপাকে পড়ে রংপুর। তারপরও মালিক একপ্রান্ত ধরে রেখে দলকে টেনে নিতে থাকেন।

শেষ ওভারে এসে দলকে ১৫০’র ঘরে নিয়ে যাওয়ার সঙ্গে ছক্কা হাঁকিয়ে ৩৫ বলে ৫০ পূরণ করেন মালিক। সেই ওভারে আরও ২টি ছক্কা হাঁকান রবিউল হক। ফলে সুযোগ ছিল স্কোরবোর্ডে বড় রান সংগ্রহের। কিন্তু মিডলঅর্ডার ব্যাটারদের ব্যর্থতায় রংপুর রাইডার্স স্কোরবোর্ডে ১৫৬’র বেশি তুলতে পারেনি। শোয়েব মালিকের হাফ সেঞ্চুরিতে ফরচুন বরিশালকে ১৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়নরা।

মেহেদি হাসান মিরাজ ও চতুরাঙ্গা ডি সিলভা নেন ২টি করে উইকেট।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.