নতুনভাবে সজ্জিত হচ্ছে এমিরেটসের ১২০ টি উড়োজাহাজ

যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরো আরামদায়ক ও সুখকর করতে এমিরেটস এয়ারলাইন ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে তাদের ১২০ টি উড়োজাহাজ নতুনভাবে সজ্জিত করার বিশাল পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ প্রোগ্রামে ৬৭টি এয়ারবাস এ৩৮০ এবং ৫৩টি বোয়িং ৭৭৭ অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি নবসজ্জিত একটি এ৩৮০ উড়োজাহাজের সাহায্যে  দুবাই-লন্ডন হিথ্রো রুটে ফ্লাইট পরিচালনা করা হয়।

নবসজ্জিত দ্বিতল এ৩৮০ উড়োজাহাজের ইন্টিরিয়র ও প্রডাক্টে ব্যাপক আধুনিকায়ন করা হয়েছে। উড়োজাহাজের মূল ডেকে ৫৬টি প্রিমিয়াম ইকোনমি শ্রেণীর আসন সংযোজিত হয়েছে। উপরের ডেকে প্রথম ও বিজনেস শ্রেনীতেও ব্যাপক পরিবর্তন এনেছে এয়ারলাইনটি।

পরবর্তী এ৩৮০ উড়োজাহাজের মেক-ওভার চলতি মাসের শেষেই সম্পন্ন হবে। ২০২৪ সাল নাগাদ এ জাতীয় ৬৭টি নবসজ্জিত উড়োজাজাজ ফ্লাইট পরিচালনায় যুক্ত হবে। পরবর্তীতে ৫৩টি বোয়িং ৭৭৭ এর মেক-ওভারের কাজ শুরু হবে এবং ২০২৫ সাল নাগাদ সম্পন্ন হবে।

বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ হিসেবে সুপরিচিত এ৩৮০ এর মেক-ওভারের জন্য ১৯০ জন নতুন লোক নিয়োগ করা হয়েছে এবং এমিরেটস এ লক্ষ্যে ৪৮টি মূল পার্টনার এবং সাপ্লাইয়ারের সঙ্গে কাজ করছে।

প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা দিনরাত কাজ করছেন এবং পুরো ইন্টোরিয়র খুলে ফেলে পরিকল্পনা মাফিক নতুনভাবে ফিটিং করা হচ্ছে।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.