২ রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পাড়ের অপেক্ষায় বেশ কিছু যানবাহন। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, রাত ৩টার দিকে মাঝ পদ্মা নদীতে হঠাৎ করেই কুয়াশায় ছেয়ে যায়, ফেরির দিক-নির্ণয় বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার তীব্রতা কমে আসলে পূনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি। বর্তমানে এ রুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.