দর বাড়ছেই ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দর ধারাবাহিকভাবে বাড়ছে। গত ১২ কর্মদিবসে শেয়ারটির দর ২৩ টাকা ৯০ পয়সা বা ১৮০ শতাংশ বেড়েছে। আজ মঙ্গলবারও শেয়ারটির দর বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ  ৩৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

প্রসঙ্গত, কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৮ ডিসেম্বর। আর এইদিন থেকে শেয়ারটি টানা হল্টেড হচ্ছে ও টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৪.৭৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস  লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা ২০ পয়সা বা ৪.৫৬ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজি, বিডি থাই ফুড, অ্যাডভেন্ট ফার্মা, বেঙ্গল উইন্ডসোর, ওয়ান ব্যাংক, ই-জেনারেশন ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.