সাড়ে ৫ ঘণ্টা পর নৌযান চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া

সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ভোর ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। ঘাট এলাকায় আটকা পড়ে প্রায় দুই শতাধিক ছোট-বড় যানবাহন। এতে শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নাই। বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.