পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে চারটি ফেরি। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

সোমবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে, এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার তীব্রতার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দিক-নির্ণয় করতে সমস্যা হওয়াতে চারটি ফেরি মাঝ পদ্মা নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১২টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে এবং অপেক্ষাকৃত যানবাহনগুলো সিরিয়ালি পার করা হবে বলেও জানান তিনি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.