পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মনোনীত পরিচালক সাদাদ রহমান।
উক্ত সভায় পরিচালক সৈয়দ রেজারাজ আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভূঁইয়া, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী, কোম্পানী সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুরসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন।
সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।
সভায় উপস্থিত শেয়ার হোল্ডারগণ ৩১ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা এবং পরিচালক ব্যতীত সকল শেয়ার হোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
অর্থসূচক / এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.