শীর্ষ করদাতার পুরস্কার পেলো আইসিবি

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০২১-২০২২ অর্থবছরে “অ-ব্যাংকিং আর্থিক” শ্রেণিতে শীর্ষ আয়কর দাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ সম্মাননা অর্জন করেছে।

আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের নিকট থেকে সম্মাননাপত্র গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়াও আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকের হোসেন সহ অর্থমন্ত্রণালয় ও এনবিআরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.