কম্বোডিয়ায় হোটেলে ভয়াবহ আগুনে নিহত ১০

কম্বোডিয়া এবং থাইল্যান্ডের অন্যতম পরিচিত সীমান্ত পয়পেট। সীমান্ত লাগোয়া ক্যাসিনো হোটেল গ্র্যান্ড ডায়মন্ড সিটিতে বুধবার মাঝরাতে আগুন লাগে। স্থানীয় গণমাধ্যম এবং সমাজ মাধ্যমে যে ছবি উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, হোটেলের জানলা দিয়ে ঝাঁপ মারছেন সাধারণ মানুষ।

পুলিশ সূত্র জানিয়েছে, এখনো পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৩০ জন আহত। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। দমকলের কর্মীরা এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন। তবে হোটেলের ভিতর এখনো কত মানুষ আটকে আছেন, তা স্পষ্ট নয়।

কম্বোডিয়া এবং থাইল্যান্ডের এই সীমান্তবর্তী অঞ্চল সীমান্ত বাজার এবং ক্যাসিনোর জন্য বিখ্যাত। বৃহস্পতিবার সকালে ওই অঞ্চলের পুলিশ কমিশনার জানিয়েছেন, আগুন নেভানোর জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.