গ্লোবাল ইসলামী ব্যাংক আইএসও /আইইসি ২৭০০১:২০১৩ সনদ অর্জন করেছে। ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মূল্যায়নে এই সনদ প্রদান করা হয়।
সনদটি প্রাপ্তির ফলে গ্লোবাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক মানের ব্যাংকিং তথ্য-প্রযুক্তি সুরক্ষার স্বীকৃতি অর্জন করলো।
গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাতের হাতে সনদ তুলে দেন ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেডের (ইউনিসার্ট) পরিচালক আব্দুল কাদের। সনদ প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, ইউনিসার্ট’র এশিয়া অঞ্চলের পরিচালক ইঞ্জিঃ মোঃ লিয়াকত আলী, লেঃ কর্ণেল মাকসুদুল হক, চেয়ারম্যান, ইমপারশিয়ালিটি কমিটি এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অর্থসূচক / এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.