অপারেশনাল সেফটি অডিটে এমিরেটসের পূর্ণ পয়েন্ট অর্জন

IATA অপারেশনাল সেফটি অডিটে (IOSA) এমিরেটস এয়ারলাইনকে পূর্ণ পয়েন্ট দেয়া হয়েছে, যা এয়ারলাইন শিল্পে অনন্য একটি ঘটনা।

ইন্টারন্যশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশনের (IATA) মনোনিত অডিট প্রতিষ্ঠান ১ হাজারেরও অধিক মানদ ও সুপারিশকৃত চর্চার ভিত্তিতে নিরীক্ষা পরিচালনা করে, যাতে সময় লেগেছে পাঁচ দিন। এমিরেটসের পরিচালনা ও ব্যবস্থাপনা পদ্ধতি IOSA মানদ ও সুপারিশকৃত চর্চার (ISARP) সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ তা নিরীক্ষায় যাচাই করা হয়।

এমিরেটস, প্রতিষ্ঠানের সকল স্তরে কঠোরভাবে নিরাপত্তা সংস্কৃতি অনুসরণ করে থাকে। এয়ারলাইনটি তাদের পরিচালনা নিরাপত্তা নীতি নিয়মিতভাবে পর্যালোচনা করে এবং সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়ে থাকে। IOSA মানদ অনুসরণে কোন বিচ্যুতি রয়েছে কিনা তা খুঁজে বের করার লক্ষ্যে এমিরেসের কমপ্লায়েন্স মনিটরিং টীম নিরবিচ্ছিন্নভাবে সারা নেটওয়ার্ক জুড়ে নিজস্ব সিস্টেম ও প্রাকটিসগুলো নিয়ন্ত্রণ করে থাকে।

এয়ারলাইনের অপারেশন ম্যানেজমেন্ট ও কন্ট্রোল ব্যবস্থার যাচাই ও মুল্যায়নে IOSA আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্য । সকল IATA সদস্যের জন্য IOSA নিবন্ধীকরণ বাধ্যতামূলক ।

এমিরেটস বর্তমানে ঢাকাসহ বিশ্বের ১৪০ টি গন্তব্যে যাত্রী ও কার্গো পরিবহণ সেবা প্রদান করছে।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.