৪ বছর পর ফিরেই দুর্দান্ত সরফরাজ, বাবরের দেড়শ

বাবর আজমের সঙ্গে ১৯৬ রানের জুটি গড়লেন প্রায় চার বছর পর টেস্ট দলের একাদশে ফেরা সরফরাজ আহমেদ। যদিও শেষ বিকেলে আক্ষেপে পুড়তে হয় এই উইকেটকিপার ব্যাটারকে। ৮৬ রানের ইনিংস খেলে সরফরাজ আউট হলেও দুর্দান্ত সেঞ্চুরিতে করাচিতে ১৬১ রানে টিকে রইলেন বাবর। প্রথম দিনশেষে শুরু বিপর্যয় কাটিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩১৭ রান।

করাচিতে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই আউট হলেন আব্দুল্লাহ শফিক। ইনিংসের চতুর্থ ওভারে এজাজ প্যাটেলের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন এই ব্যাটার। শফিক এদিন আউট হয়েছেন মাত্র ৭ রানে। তিনে নামা শান মাসুদ ফিরেছেন সপ্তম ওভারে। মাইকেল ব্রেসওয়েলের বলে তিনিও স্টাম্পিং হয়ে ফিরেছেন।

১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম প্রতিপক্ষের প্রথম দুই ব্যাটারকে স্টাম্পিংয়ে আউট করে নিউজিল্যান্ড। এর আগে এমন কীর্তি গড়তে পারেনি আর কোন দল। এদিকে ভালো শুরু করলেও টিকতে পারেননি ইমাম উল হক। ব্রেসওয়েলের বলে টিম সাউদিকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৩৮ বলে ২৪ রান করে। সৌদ শাকিলও থিতু হতে পারেননি। সাউদির বলে হেনরি নিকোলসের হাতে ক্যাচ দেয়ার আগে করেছেন ২২ রান। এরপর অবশ্য দারুণ জুটি গড়ে তোলেন বাবর ও সরফরাজ। ৪ উইকেটে ১১৫ রান নিয়ে লাঞ্চে যায় পাকিস্তান। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে অবশ্য ৭৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাবর। পাকিস্তানের অধিনায়ক সেঞ্চুরি পেয়েছেন ১৬১ বলে।

বাবরের সেঞ্চুরির পর ৮৩ বলে হাফ সেঞ্চুরি করেন সরফরাজ। যদিও ২৬ রানের সময় রিভিউ নিয়ে বেঁচে যান এই ব্যাটার। চা বিরতির পর ২৫৪ বলে দেড়শ পূরণ করেন বাবর। প্রথম দিনের ২৭ বল বাকি থাকতে ভাঙে সরফরাজ ও বাবরের জুটি। এজাজের বলে ড্যারিল মিচেলকে ক্যাচ দিয়ে ৮৬ রানে ফেরেন সরফরাজ। এরপর আঘা সালমানকে নিয়ে বাকি ৪.৩ ওভার কাটিয়ে দেন বাবর। পাকিস্তানের অধিনায়ক অপরাজিত রয়েছেন ১৬১ রানে। সালমান অপরাজিত রয়েছেন ৩ রানে। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন এজাজ ও ব্রেসওয়েল। বাকি উইকেটটি নিয়েছেন অধিনায়ক সাউদি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.