ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪০ লাখ ৫৮ হাজার ১১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ২৩ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকস লিমিটেড। কোম্পানিটি ১১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সী পার্ল বীচ লিমিটেড ৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রেনেটা ৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা টেকনোলজি, এসিআই, একমি ল্যাবরেটরিজ, এডিএন টেলিকম, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, বিএটিবিসি, বিবিএস কেবলস, বিডি ওয়েল্ডিং, বীচ হ্যাচারি, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম লিমিটেড,  সিটি ব্যাংক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, এইচ.আর টেক্সটাইল, আইডিএলসি ফিন্যান্স, ইফাদ অটোস, আইএফআইসি ব্যংক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কেডিএস অ্যাক্সেসরিজ, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, ম্যারিকো, এম.এল ডাইং,মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিকস, মুন্নু ফেব্রিক্স, বিডি মনোস্পুল পেপার, ন্যাশনাল হাউজিং, ওরিয়ন ফার্মা, প্রাইম ফিন্যান্স, ‍পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সিঙ্গারবিডি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার,সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.