বক্সিং ডে টেস্টের প্রথমদিনের পুরোটা ছিল শেন ওয়ার্নকে ঘিরে। মেলবোর্নে এমন দিনে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসাররা। সাউথ আফ্রিকাকে ১৮৯ রানে অল আউট করার দিনে ক্যামেরন গ্রিন একাই নিয়েছেন ৫ উইকেট। প্রথম দিন শেষে প্রোটিয়াদের চেয়ে ১৪৪ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ এক উইকেটে ৪৫ রান।
মেলর্বোনের উইকেটে খানিকটা ঘাস ছোঁয়া থাকলেও ধারণা করা হচ্ছিল এখান থেকে সুবিধা পাবেন ব্যাটাররা। যে কারণে অনুমেয়ভাবেই টস জিতে ব্যাটিং করতে চাইতেন অধিনায়করা। তবে টস জিতে প্যাট কামিন্স করলেন ঠিক উল্টোটা। নিজেরা নয় বরং সাউথ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক। ডিন এলগার অবশ্য সোজাসাপ্টা বললেন তারা ব্যাটিংই করতে চেয়েছিলেন।
টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই ফিরতে পারতেন এলগার। কামিন্স ফিরতি ক্যাচ নিতে না পারায় ৭ রানে জীবন পান সাউথ আফ্রিকার অধিনায়ক। সারেল এরউইকে নিয়ে ১০ ওভার কাটিয়ে দিলেও উদ্বোধনী জুটি বড় করতে পারেননি। স্কট বোলান্ডের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে তৃতীয় স্লিপে থাকা উসমান খাওয়াজাকে ক্যাচ দেন ১৮ রান করা এই ব্যাটার। তিনে নেমে টিয়ারনেস ডি ব্রুইন চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি।
গ্রিনকে পুল করতে গিয়ে অ্যালেক্স কেরির গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন তিন বছর পর দলে ফেরা এই ব্যাটার। আউট হয়েছেন মাত্র ১২ রানে। থিতু হলেও ইনিংস বড় করা হয়নি এলগারের। মার্নাস ল্যাবুশেনের দারুণ এক ফিল্ডিংয়ে রান আউট হয়ে ফিরেছেন ২৬ রান করা প্রোটিয়া অধিনায়ক। লাঞ্চের আগে মিচেল স্টার্ককে উইকেট দিয়েছেন টেম্বা বাভুমা। লাঞ্চের আগে ৫৮ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।
লাঞ্চ থেকে ফিরে আউট হয়েছেন খাজা জন্ডো। ৫ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফেরান স্টার্ক। এরপর অবশ্য দারুণ এক জুটি গড়ে তোলেন মার্কো জেনসেন এবং কাইল ভেরেইনা। তারা দুজনে মিলে যোগ করেন ১১২ রান। হাফ সেঞ্চুরি তুলে নেন জেনসেন ও ভেরেইনা। দারুণ ব্যাটিংয়ে জেনসেন ১১৮ বলে ভেরেইনা হাফ সেঞ্চুরি পেয়েছেন ৮০ বলে। তবে হাফ সেঞ্চুরির পর তারা দুজনই আউট হয়েছেন। গ্রিনের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৫২ রান করা ভেরেইনা।
আরেক হাফ সেঞ্চুরিয়ান জেনসেন আউট হয়েছেন গ্রিনের বলে কেরির গ্লাভসে ক্যাচ দিয়ে। ১৩৬ বলে খেলেছেন ৫৯ রানের ইনিংস। এরপর আর কোন ব্যাটারই দাঁড়াতে পারেননি। লুঙ্গি এনগিদিকে বোল্ড করে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে ৫ উইকেট পেলেন গ্রিন। সাউথ আফ্রিকাকে ১৮৯ রানে অল আউট করার দিনে গ্রিন পাঁচটি, স্টার্ক দুটি এবং একটি করে উইকেট পেয়েছেন নাথান লায়ন ও বোল্যান্ড।
শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে এক উইকেট হারায় অস্ট্রেলিয়া। কাগিসো রাবাদার লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে আউট হয়েছেন ১ রান করা খাওয়াজা। টেস্টে পঞ্চমবারের মতো খাওয়াজাকে আউট করেছেন রাবাদা। প্রথম দিন শেষে ৪৫ রান তোলা অস্ট্রেলিয়ার হয়ে অপরাজিত রয়েছেন ৫ রান করা ল্যাবুশেন। এ ছাড়া নিজের শততম টেস্ট খেলতে নামা ডেভিড ওয়ার্নার আপরাজিত ৩২ রানে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.