কক্সবাজারের সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ইকবাল হোসেন (৫২) নামে এক পর্যটক ডুবে মারা গেছেন। ইকবাল হোসেন পরিবার ও আত্মীয়-স্বজনসহ কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
সোমবার দুপুরের দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। ইকবাল গাজীপুরের টঙ্গী এলাকার মিন্নত আলীর ছেলে।
কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের এএসপি মিজান উজ জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করার সময় ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে যান ইকবাল। সৈকতে কর্মরত লাইফ গার্ড ও বিচ-কর্মীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ এখন কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.